কোপা আমেরিকার সেমিফাইনালে কে কার মুখোমুখি

খেলাধূলা: কোপা আমেরিকার সেমিফাইনালের লাইন আপ চূড়ান্ত হয়েছে ব্রাজিলের বিদায় এবং সেমিফাইনালে উরুগুয়ের জায়গা কিরে নেয়ার মাধ্যমে। এ দিকে কোয়ার্টার ফাইনালের চার ম্যাচের তিনটি টাইব্রেকে নিষ্পত্তি হয়েছে। লাস ভেগাসে রবিবার (৭ জুলাই) সকালে সেলেসাওদের টাইব্রেকে ৪-২ গোলে হারায় উরুগুয়ে। এর আগে ম্যাচটি গোলশূন্য ভাবে ড্র ছিল। কোপা আমেরিকার ৪৮তম আসর থেকে বিদায় নেয় ৯বারের চ্যাম্পিয়নরা।

এর আগে, ভোরে পানামাকে ৫-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনাল নিশ্চিত করেছিল কলম্বিয়া। আর গত শুক্রবার এমিলিয়ানো মার্তিনেজের বীরত্বে ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কানাডার কাছে হেরে বিদায় নেয় ভেনেজুয়েরা। প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে লড়বে প্রথমবারের মতো কোপা অংশ নিয়ে শেষ চারের লড়াইয়ে জায়গা করে নেওয়া কানাডা। আর দ্বিতীয় সেমিফাইনালে লাতিন দুই দেশ কলম্বিয়া ও উরুগুয়ে।

কোপা আমেরিকায় সেমিফাইনালের সূচি:-

(১ ). ১০ জুলাই- আর্জেন্টিনা বনাম কানাডা, সকাল ৬টা ।

(২). ১১ জুলাই- উরুগুয়ে বনাম কলম্বিয়া, সকাল ৬টা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *