‘টাকার লোভ দেখিয়ে লাভ নেই, শিক্ষার্থীদের সাথে ছিলাম, আছি’

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মুখ খুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাকিব বিন রশীদ।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে এক ফেসবুক স্ট্যাটাসে শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।

যেখানে সাকিব বিন রশীদ লিখেছেন, যতদূর এসেছি, কারো দয়ায় আসি নাই। অনেকেই সাহায্য করেছে, সাপোর্ট করেছে। এবং এর জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু কেউ ভাবলে ভুল করবে, যে আমরা কারো দয়ার মুখাপেক্ষী। আমাদের শিক্ষার্থীদের সাথে ছিলাম, আছি, থাকবো। টাকার লোভ বা ভয় দেখায়ে লাভ নাই।

এর আগে সালমান মুক্তাদিরও তার ফেসবুকে শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে একটি পোস্ট দিয়ে লিখেছেন, এমন কোনো ছাত্র আছেন যিনি হামলার শিকার হয়েছেন বা হলে ঢুকতে পারছেন না? আমি আপনাদের দায়িত্ব নেব। যদিও লাখ লাখ মেসেজ বা পোস্টের মাঝে আপনাদের ফিল্টার করা আমার পক্ষে অসম্ভব। তাই যদি আপনাদের কোনো বন্ধু থাকে আমার বন্ধু তালিকায়, তাদের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করেন।

এই অভিনেতা আরও লিখেছেন, এই মুহূর্তে আমি সর্বোচ্চ এটাই করতে পারি। যদি আপনাদের কোনো থাকার জায়গা প্রয়োজন হয় বা চিকিৎসা সেবার প্রয়োজন হয়, আমি আছি। মাত্রই কিছু ভিডিও দেখলাম, যেখানে কিছু ছাত্র তাদের হলে প্রবেশ করতে পারছেন না। সবশেষে এই অভিনেতা লিখেছেন, আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি এতটুকু যথেষ্ট না হয়। আমি সত্যিই ভেঙে পড়েছি, বিব্রত বোধ করছি। জনপ্রিয় হয়েও কোনো কাজে না আসায় লজ্জাবোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *