‘যদি আজ শহীদ হই, আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন’

শহীদ হলে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত নিজের লাশ দাফন না করার দাবি জানিয়েছিলেন রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত শিক্ষার্থী আবু সাঈদ। 

rangpur2234

সোমবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘যদি আজ শহিদ হই তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন। ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে রুমে ফিরবে তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন। একজন পরাজিতের লাশ কখনো তার মা-বাবা গ্রহণ করবে না।’

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে বেরোবির কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকায় থেকে ক্যাম্পাসের দিকে যায়। এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষে এই শিক্ষার্থী নিহত হন। তিনি বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *