অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে বিশ্বজয়ী তারকা, সাকিবের অবস্থান কোথায়

খেলাধূলা: সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে নবম আসরে দুর্দান্ত ফর্মে ছিলেন হার্দিক পান্ডিয়া। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ অবদানও রেখেছিলেন তিনি। যার ফল তিনি হাতেনাতে পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) থেকে। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন তিনি।

বুধবার (৩ জুলাই) বিশ্বকাপ শেষে আইসিসির হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে এ পরিবর্তন এসেছে। এক্ষেত্রে তিনি পেছনে ফেলেছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। আর বিশ্বকাপ চলাকালে র‌্যাঙ্কিংয়ের ছয়ে নেমে যাওয়া টাইগার অলরাউন্ডার সাকিব এগিয়েছেন এক ধাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে টি-টোয়েন্টি অলররাউন্ডারদের শীর্ষ র‌্যাঙ্কিংটি দখলে ছিল সাকিব আল হাসানের। কিন্তু বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে একেবারে ছয়ে নেমে যান তিনি। তবে বিশ্বকাপ শেষে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে দেশসেরা এই অলরাউন্ডারের। বর্তমানে তার অবস্থান পাঁচে।

অলউরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সাকিব ছাড়াও এক ধাপ করে এগিয়েছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টইনিস (৩), জিম্বাবুয়ের সিকান্দার রাজা (৪) ও ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন (৮)। তবে চার ধাপ পিছিয়ে শীর্ষ পাঁচ থেকে ছিটকে গেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। এক ধাপ পিছিয়ে দুইয়ে শ্রীলঙ্কার অলরাউন্ডার হাসারাঙ্গা। এক ধাপ করে পিছিয়েছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম (৯) ও ইংল্যান্ডের মঈন আলীও (১০)। বোলারদের র‍্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়ে দক্ষিণ আফ্রিকার এনরিখ নরকিয়ার বর্তমান অবস্থান দুইয়ে। ২ ধাপ পিছিয়ে চারে নেমে গেছেন আফগানিস্তানের রশিদ খান। অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড (৫) ও আকিল হোসেন (৬) এক ধাপ করে এবং অ্যাডাম জাম্পা (৮) পিছিয়েছেন দুই ধাপ। এছাড়া ভারতের অক্ষর প্যাটেল (৭) এক ধাপ ও কুলদিপ যাদব (৯) ৩ ধাপ এগিয়েছেন। তবে বিশ্বকাপে আলো ছড়ানো আফগান পেসার ফজলহক ফারুকি ৩ ধাপ পিছিয়ে দশে নেমে গেছেন।

সুপার এইট থেকে বিদায় নেয়া বাংলাদেশের জন্য দুঃসংবাদ বোলারদের র‌্যাঙ্কিংয়েও। এক ধাপ পিছিয়ে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান ১৯তম স্থানে, এছাড়া দুই ধাপ করে পিছিয়েছেন তাসকিন আহমেদ (২৬) ও রিশাদ হোসেন (২৭)। দুই ধাপ পিছিয়েছেন আরেক স্পিনার শেখ মাহেদীও (৩৬)। ব্যাটারদের শীর্ষ দশে তিনটি পরিবর্তন এসেছে। এক ধাপ করে এগিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্র্যান্ডন কিং (৮) ও জনসন চার্লস (৯)। তবে দুই ধাপ পিছিয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্করাম (১০)। তবে তার সতীর্থ ক্লাসেন ১৩ ধাপ এগিয়ে উঠেছেন ৫৪তম স্থানে। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থান তাওহিদ হৃদয়ের। এক ধাপ এগিয়ে ২৭তম স্থানে উঠেছেন তিনি। এছাড়া এক ধাপ এগিয়ে ৮০তম স্থানে উঠেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *