ইউরো চ্যাম্পিয়ন শেষে কে কোন পুরস্কার জিতলো

লাল রঙে সাজলো ইউরো কাপের ১৭তম আসর। ইংল্যান্ডের হৃদয় ভেঙে রেকর্ড চতুর্থবারের মতো শিরোপা নিজেদের ঘরে তুলেছে স্পেন। সেই সঙ্গে ১২ বছরের শিরোপা না পাওয়ার আক্ষেপ ঘুচলো। অন্যদিকে ১৯৬৬ সালের পর আরও একবারে বড় টুর্নামেন্টের শিরোপা জয়ের কাছ থেকে ফিরে আসতে হলো ইংল্যান্ডকে। এতে করে ৫৮ বছরের শিরোপা না পাওয়ার আক্ষেপ ঘুচাতে ব্যর্থ হলো ইংলিশরা।

রোববার (১৪ জুলাই) জার্মানির বার্লিনে হওয়া ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় স্পেন। স্পেনের হয়ে গোল দুটি করেন নিকো উইলিয়ামস ও মিকেল অরিজাবাল। ইংল্যান্ডের হয়ে একমাত্র গোলটি শোধ করেন কোলে পালমার। এদিকে টুর্নামেন্টের ফাইনাল শেষে এবার সবার আগ্রহে কে পেয়েছেন কোন পুরস্কার। কিংবা চ্যাম্পিয়ন স্পেন এবং রানার্সআপ ইংল্যান্ড কত টাকা নিয়ে ঘরে যাচ্ছে।

ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশ চূড়ান্ত, জায়গা পেলেন যারা
এক টুর্নামেন্টে ছয়জন জিতলেন গোল্ডেন বুট!
ইউরোর রং লাল, ১২ বছর পর ইউরোপ সেরা স্পেন
ভোরে ১৬তম শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে আর্জেন্টিনা, মোবাইলে দেখবেন যেভাবে
ফাইনালে মাঠে নামার আগেই শিরোপা হাতছাড়া নিশ্চিত হয়ে গেল আর্জেন্টিনার!
এক নজরে দেখে নেবো চ্যাম্পিয়নরা কত টাকা ও কে কি পুরস্কার পেল
ইউরো চ্যাম্পিয়ন স্পেন: ২৮.২৫ মিলিয়ন ইউরো।
রানার্সআপ ইংল্যান্ড: ২৪.২৫ মিলিয়ন ইউরো।
প্লেয়ার অব দ্য ম্যাচ: নিকো উইলিয়ামস (স্পেন)।
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: রদ্রি (স্পেন)।
উদীয়মান ফুটবলার: লামিন ইয়ামাল (স্পেন)।
সেরা গোলকিপার: মাইক মাইগনান (ফ্রান্স)।
গোল্ডেট বুট: হ্যারি কেইন (ইংল্যান্ড), দানি ওলমো (স্পেন), কডি গাকপো (নেদারল্যান্ডস), জামাল মুসিয়ালা (জার্মানি), জর্জেস মিকাউতাদজে (জর্জিয়া), ইভান শ্রানজ (স্লোভাকিয়া)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *