উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সশস্ত্র হামলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থী ও ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের উপর সশস্ত্র হামলা চালিয়ে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত সোয়া ১২টার দিকে এ হামলা করা হয়। এসময় বহিরাগতসহ তিন শতাধিক অস্ত্রধারীকে হামলা করতে দেখা গেছে। রাত ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই সাংবাদিকসহ প্রায় অর্ধশতাধিক আন্দোলনকারী আহত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ছাত্রলীগ নেতাকর্মীরা মাথায় হেলমেটসহ দেশি-বিদেশি অস্ত্র নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছে। আগুন জ্বালিয়ে রেখেছে উপাচার্যের বাসভবনের ফটকের সামনে। ঘটনাস্থলে অবস্থান পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো একশন নিতে দেখা যায় নি।

সর্বশেষ খবরানুযায়ী সশস্ত্র ছাত্রলীগ নেতাকর্মীরা ভিসির বাসভবনের সামনের মাঠে অবস্থান করে ইট-পাটকেল ছুড়ছে। আন্দোলনকারী ও সাংবাদিকরা উপাচার্যের বাসভবনের অভ্যন্তরে অনেকে আটকে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *