কয় প্রজন্মের মন বিষিয়ে তুলছেন এটা কি বুঝতে পারছেন?

কোটা সংস্কার আন্দোলনে শুরু থেকেই সবর ছিলেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সময় নিজের মতামত সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন তিনি। তারই ধারাবাহিকতায় শনিবার বিকালে দেশের চলমান উদ্ভুত পরিস্থিতি নিয়ে আবারও একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে সংগীতশিল্পী অর্ণবের আঁকা দুটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন ফারুকী। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে এই নির্মাতা লিখেছেন, ‘মানুষের ক্ষোভের ভাষা পাঠ করেন। গায়ক-শিল্পী অর্ণবের আঁকা এই দুইটা ছবি আর সাথের কোলাজ (কে বানিয়েছে জানতে পারিনি) সেই ক্ষোভেরই একটা ছোট উদাহরণ।’

ফারুকী লেখেন, ‘এ রকম আরও বহু মানুষকে দেখেছি, যারা বিএনপি করে না, অনেকে আছে কোনো দলই করে না, কেউ কেউ ট্র্যাডিশনালি সফট টু আওয়ামী লীগ, সবাই প্রচণ্ড ক্ষুব্ধ। মনে রাখবেন, অরুন্ধতী রায়ের কথাটা, মানুষের মনের ভেতরের ক্ষোভ আর ঘৃণার চেয়ে বিধ্বংসী কোনো মারণাস্ত্র নাই।’ছাত্রদের হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়ে এই নির্মাতা লেখেন,, ‘কোথায় ছাত্র-কিশোর-শিশু হত্যাকারীদের বিচার দেখার কথা, সেখানে আমাদের প্রতিদিন ঘুম থেকে উঠে শুনতে হচ্ছে উদ্ভট সব কাহিনি! এসব আজব শাক (পাবলিক রিলেশন্স) দিয়ে কি লাশের মিছিল ঢাকা যাবে? গেছে কোনো কালে? সারা দুনিয়ার মিডিয়া কী বলছে দেখেন। এমনকি পাশের দেশ ভারতে কী বলা হচ্ছে সেটাও দেখেন।’

দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডে প্রশ্ন তুলে ফারুকী লেখেন, ‘এখন শুনছি লুঙ্গি খুলে ধর্ম চেক করার মতো ছেলেমেয়েদের মোবাইল চেক করা হচ্ছে রাস্তাঘাটে! রাতের বেলা বাচ্চাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে! এটা কি কোনো অধিকৃত ভূমি? নাকি স্বাধীন দেশ? কয় প্রজন্মের মন বিষিয়ে তুলছেন এটা কি বুঝতে পারছেন? মানুষ কখন টিপিং পয়েন্টে পৌঁছে যায় জানেন তো?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *