টেন মিনিট স্কুল এর ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল

দেশের ইন্টারনেটভিত্তিক শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান টেন মিনিট স্কুলের জন্য প্রস্তাবিত ৫ কোটি টাকার বিনিয়োগ বাতিল করেছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। এই টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষা উদ্যোক্তা আয়মান সাদিক। সারাদেশে বেশ জনপ্রিয় এই প্লাটফর্মটি।

সারাদেশে চলমান কোটা সংস্কারের নিমিত্তে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই এই ৫ কোটি টাকা বিনিয়োগ বাতিলের ঘোষণা দিয়েছে স্টার্টআপ বাংলাদেশ। মঙ্গলবার (১৬ জুলাই) অফিসিয়াল পেইজে এই ঘোষণা দেয় স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডে। পরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও একটি স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন।

May be an image of 1 person and text

কিন্তু ঠিক কী কারণে টেন মিনিট স্কুল এর ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল হলো তা স্পষ্ট করেনি প্রতিষ্ঠানটি। এদিকে টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজের কভার ফটো পরিবর্তন করে আন্দোলনকারীদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। পরে একটি পোস্টও দিয়ে তিনি লিখেছেন, ‘রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়! আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।’

অন্যদিকে টেন মিনিট স্কুলের প্রোফাইল ফটোতেও কালো রং দেখা যাচ্ছে। যা কোনো এক অন্যায়ের প্রতিবাদের স্বরূপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *