প্রলয়ংকরী ঘূর্ণিঝড়টির রেকর্ড ৩৬ দিনের তাণ্ডবে প্রাণহানি ১,২০০

আন্তর্জাতিক: সর্বোচ্চ ৩৬ দিন তাণ্ডব চালিয়েছিল দীর্ঘস্থায়ী ঘূর্ণিঝড় ফ্রেডি। প্রলয়ংকরী ঘূর্ণিঝড়টি গত বছর ভারত মহাসাগরের উপকূলে প্রথমে আঘাত হেনেছিল। এরপর উত্তরপশ্চিম অস্ট্রেলিয়া হয়ে আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশগুলোতে তাণ্ডব চালায়। এটিকে সবচেয়ে দীর্ঘস্থায়ী গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় বলে আখ্যা দিয়েছে জাতিসংঘের আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। খবর আনাদোলু এজেন্সির।

এর আগে, ১৯৯৪ সালে হাওয়াই এবং উত্তর প্রশান্ত মহাসাগরে ২৯ দিন ৯ ঘণ্টা তাণ্ডব চালায় হারিকেন জন। আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাটি একটি গবেষণায় বলেছে, গত বছরের ফেব্রুয়ারিতে ফ্রেডির তাণ্ডব শুরু হয়েছিল। চলে মার্চ পর্যন্ত। তবে দূরত্ব অতিক্রমের দিক থেকে এটি দ্বিতীয় দীর্ঘতম ছিল। যা প্রায় ১২ হাজার ৭৮৫ কিলোমিটার (৭,৯৪৫ মাইল) এবং হারিকেন জন ১৩ হাজার কিলোমিটারেরও বেশি দীর্ঘ অঞ্চলে তাণ্ডব চালিয়েছিল।

আফ্রিকার পূর্বাঞ্চলে দুই দফায় আঘাত হানা ফ্রেডির আঘাতে মালাউইতে এক হাজার ২০০ জনেরও বেশি এবং মোজাম্বিকে ১৮০ জনেরও বেশি লোক মারা গেছে বা নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে ডব্লিউএমও। ডব্লিউএমও’র মুখপাত্র ক্লেয়ার নুলিস বলেন, ‘এটি শুধু একটি স্থলভাগে আঘাত হানায় সীমাবদ্ধ থাকেনি, যা আমরা সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে দেখি।’ বরং এটি মোজাম্বিক, মাদাগাস্কার এবং দক্ষিণ আফ্রিকার অন্যান্য দেশ মালাউইতেও এর ব্যাপক প্রভাব পড়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *