বৃহস্পতিবার সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা ও খুনের অভিযোগ তুলেছে আন্দোলনকারীরা। এবার নিরাপদ ক্যাম্পাস এবং হামলার বিচার দাবিতে সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১৭ জুলাই) এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বায়ক মাহমুদ।

তিনি বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে উপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল ১৮ জুলাই সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি। শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোন প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোন গাড়ি চলবে না।

তিনি আরও বলেন, অভিভাবকদের বলব- আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান এবং রক্ষা করুন। এই লড়াইটা শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এদেশের সকল জনসাধারণের। বৃহস্পতিবার সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *