ফাইনালে আর্জেন্টিনা-কলম্বিয়া, মোবাইলে যেভাবে দেখবেন

গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের লড়াই শেষে সোমবার (১৫ জুলাই) মাঠে গড়াবে কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনাল। শিরোপা নির্ধারণী মঞ্চে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর ৬টায় মায়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি।

উরুগুয়েকে টপকে রেকর্ড ১৬তম শিরোপা জয়ের প্রত্যাশায় প্রস্তুতি সেরেছে আর্জেন্টিনা। ডি মারিয়াকে বিদায়ী উপহার দিতে, সতীর্থদের একাট্টা করেছেন দলপতি লিওনেল মেসি। আর ভুল শুধরে শিষ্যদের কৌশল বাস্তবায়নে মনোযোগী হতে বলেছেন, আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি।

অন্যদিকে ২৩ বছরের অপেক্ষা ঘুচিয়ে কোপার দ্বিতীয় শিরোপা ঘরে তুলতে প্রত্যয়ী কলম্বিয়া। হামেস রদ্রিগেজের পুনর্জন্ম আর লুইস দিয়াজ-দানিয়েল মুনোজদের গতি দিয়ে, প্রতিপক্ষকে ধরাশায়ী করার পরিকল্পনা নেস্তর লরেঞ্জোর দলের।

এদিকে আর্জেন্টিনার খেলা দেখা নিয়ে প্রায়শই সমর্থকদের বিড়ম্বনায় পড়তে হয়। তবে এবার তেমনটা হওয়ার সম্ভাবনা নেই। কারণ, বাংলাদেশি একটি চ্যানেলেই পুরো ফাইনাল দেখানো হবে।

বাংলাদেশে টি-স্পোর্টসে ফাইনাল ম্যাচ দেখা যাবে। এ ছাড়া অনলাইনে টি-স্পোর্টস অ্যাপেও দেখা যাবে খেলা। আর ভারতের সনি ওয়ান, সনি ওয়ান এইচডি, সনি টু, সনি টু এইচডি, সনি লিভ অ্যাপেও খেলা উপভোগ করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *