কোয়ার্টার থেকে বিদায় নিয়ে ২০২৬ বিশ্বকাপ নিয়ে যা বললেন ব্রাজিলের বিস্ময় বালক

কোয়ার্টার ফাইনালই যেন এখন ব্রাজিলের শেষ অবস্থান। শেষ আটের লড়াই যেন বিভীষিকাময় হয়ে উঠছে সেলেসাওদের জন্য। ২০১৮ সালের পর ২০২২ সালের বিশ্বকাপ, দু’বারই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় তারা (মাঝখানে ২০১৯ সালের কোপা জিতে দলটি)। ২০২১ সালের ফাইনালে খেললেও হেরে যায় আর্জেন্টিনার কাছে।

এবার কোপা আমেরিকার ৪৮তম আসরের কোয়ার্টার ফাইনালও তাদের সামনে সেমিফাইনালের মধ্যে ভাঙা সেতু হয়ে দাঁড়াল। ৯ বারের কোপা চ্যাম্পিয়নরা আর সেই সেতু পার হতে পারলো না, উরুগুয়ের বিপক্ষে হেরে বিদায় নিল টুর্নামেন্ট থেকে। ফাইনালে যাওয়ার লড়াইয়ে কলম্বিয়ার মুখোমুখি হবে উরুগুয়ে।

হাইভোল্টেজ এই ম্যাচের প্রথমার্ধ তো বটেই পুরো ম্যাচেই কোনো গোল করতে পারেনি ব্রাজিল ও উরুগুয়ে। উল্টো ম্যাচের ২৫ মিনিট ১০ জনের দলে পরিণত হয় উরুগুয়ে। এরপরও গোল করতে ব্যর্থ হয় ব্রাজিল। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে খেই হারায় ব্রাজিল। টাইব্রেকারের প্রথম ৩ শ্যুটের ২টিই মিস করে ব্রাজিলিয়ানরা। অন্যদিকে, প্রথম ৩ শ্যুটআউটেই সাফল্য দেখায় উরুগুয়ে। চতুর্থ শ্যুট উরুগুয়ে মিস করলেও পঞ্চম শ্যুট উরুগুয়ের জয় নিশ্চিত করে ম্যানুয়েল উগার্তে।

এদিকে কোয়ার্টার থেকে বিদায়ের পর ব্রাজিলের বিস্ময় বালক খ্যাত এন্ড্রিকে বলেন, আমি ব্যথিত। ঠিক না? এটা শুধু আমাদের অনুভূতি নয়, সব ব্রাজিলিয়ানদেরই। বাদ পড়াটা কষ্টদায়ক, বিশেষ করে পেনাল্টিতে হেরে। এটা সত্যিই কষ্টদায়ক। আমরা ব্রাজিলকে শীর্ষে পৌঁছে দিতে চাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এবার সেটা ঘটেনি।

২০২৬ সালে এই যুক্তরাষ্ট্রেই হবে বিশ্বকাপের পরের আসর। ওই আসরে চোখ রেখে ১৭ বছরের তরুণ এন্ড্রিকে বলেন, আমরা কাজ চালিয়ে যাব। বিশ্বকাপের প্রস্ততি নেব। আশা করি ব্রাজিলিয়ানরা আমাদের সমর্থন দেবেন। জানি এই মুহূর্তে সেটা কঠিন, কিন্তু তাদের সমর্থন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *