ক্রীড়াপ্রেমীদের নির্ঘুম এক রাত আজ

বিশ্ব ক্রীড়াঙ্গনে এমন দিন-রাত খুব কমই আসে। ফুটবলে দুই মহাদেশীয় টুর্নামেন্ট ও টেনিসের সবচেয়ে অভিজাতপূর্ণ আসর উইম্বলডনের পুরুষ এককের ফাইনালও একই দিন। বাংলাদেশ সময় অনুযায়ী সময়ের পার্থক্য থাকলেও, প্রায় একইদিনেই মাঠে গড়াবে ক্রীড়াঙ্গনের জমকালো তিন ফাইনাল। সবমিলিয়ে বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের আজ (রোববার) সন্ধ্যা থেকে কাল সকাল অব্দি টিভির সামনেই থাকতে হচ্ছে।

কর্মব্যস্ত দিন শেষে বাসায় ফেরার পরপরই সন্ধ্যা ৭টায় শুরু হবে উইম্বলডনের ফাইনাল। বাংলাদেশে টেনিস সেভাবে প্রচলিত না হলেও এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা। উইম্বলডনের সেন্টার কোর্টের খেলা দেখতে অন্য খেলার তারকারা হাজির থাকেন প্রতিনিয়ত। বিশেষ করে কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার উইম্বলডনের নিয়মিত দর্শক। উইম্বলডন দেখতে যান ব্রিটিশ রাজপরিবারও। ২০১৯ সালে লর্ডসে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ডস। তবে লর্ডসে নয়, ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা উইম্বলডনের ফাইনাল দেখতে গিয়েছিলেন। উইম্বলডনের সেন্টার কোর্টের দ্বৈরথের পাশাপাশি গ্যালারিতেও থাকে অনেক গল্প।

টেনিস কিংবদন্তি রজার ফেদেরার অবসরে, আরেক কিংবদন্তি রাফায়েল নাদাল আছেন ক্যারিয়ারের সায়াহ্নে। জোকোভিচ-আলকারাজই এখন টেনিসের সেরা দ্বৈরথ। স্বাভাবিকভাবেই এই লড়াই পাঁচ সেটে হওয়াই অনুমিত। ফলে ফাইনালের দৈর্ঘ্য চার-পাচ ঘণ্টাও হতে পারে।

Image
উইম্বলডনের গত আসরেও ফাইনালে মুখোমুখি হয়েছিলেন শীর্ষ দুই তারকা আলকারাজ-জোকোভিচ

উইম্বলডনের ট্রফি উদযাপন দেখে নৈশভোজ সেরেই এবার ফুটবলে বুদ হওয়ার উপক্রম। বাংলাদেশ সময় রাত ১টায় ইউরোর শ্রেষ্ঠত্বের জন্য লড়বে স্পেন ও ইংল্যান্ড। সর্বশেষ আসরের ফাইনাল খেলেছিল ইংল্যান্ড। সেই সময় ‘কামিং হোম’ স্লোগানটি ফুটবল বিশ্বে ভালোই সাড়া জাগিয়েছিল। শেষ পর্যন্ত আর হয়নি। ইতালি টাইব্রেকারে ইউরোপের সেরা হয়। এবারও একই স্লোগান তুলেই শিরোপার লড়াইয়ে নামছে থ্রি লায়ন্সরা।

England fans gush ‘my manager’ as incredible footage emerges of Southgate  going wild after reaching Euro 2024

এই টুর্নামেন্টজুড়ে দারুণ ফুটবল খেলেছে স্পেন। লুইস দে লা ফুয়েন্তের দলে রয়েছে অভিজ্ঞ ও তারুণ্যের দারুণ মিশ্রণ। অন্যদিকে, গ্যারি সাউথগেটের ইংল্যান্ড নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ফাইনালে উঠেছে। ফলে উপভোগ্য এক ফাইনালের প্রত্যাশায় ফুটবল বিশ্ব। গত আসরের মতো এবারও ফাইনাল টাইব্রেকারে গড়ালে বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের ঘুমের সুযোগ আরও কমবে। রাত ১টায় শুরু হওয়া ইউরো টাইব্রেকারে গড়ালে শেষ হতে হতে প্রায় চারটা!

Argentina and Colombia to play the CONMEBOL Copa América 2024™ Final |  CONMEBOL Copa América

ইউরোপ থেকে আমেরিকায় চোখ ঘুরানোর আগে চোখের পাতা দুই-আড়াই ঘণ্টা বিশ্রাম পেতে পারে সর্বোচ্চ। কারণ বাংলাদেশ সময় ভোর ৬টায় আবার কোপা আমেরিকার ফাইনাল। যেখানে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। আনহেল ডি মারিয়া কোপা চ্যাম্পিয়ন হয়েই বিদায় নেবেন, নাকি কলম্বিয়ার উল্লাসে আর্জেন্টিনা বেদনায় নীল হবে সেটা দেখতে দেখতেই বাংলাদেশে অফিস-শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার প্রস্তুতি চলবে। রাত জেগে খেলা দেখেন সাধারণত ক্রীড়াপ্রেমী শিক্ষার্থী ও তরুণরা। অনেকেই আজ রাত জাগলেও, চলমান এইচএসসি পরীক্ষার্থীরা অভিভাবকের চাপ ও নিজেদের সচেতনতায় এমন উত্তেজনা ও রোমাঞ্চ থেকে বঞ্চিত রাখবেন হয়তো!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *