পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে আপত্তি ভারতের, হাইব্রিড মডেলে হতে পারে টুর্নামেন্ট!

আইসিসির কাছে চ্যাম্পিয়নস ট্রফির সূচি জমা দিয়েও সংকটে পিসিবি। পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি ভারতের। এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে পারে চ্যাম্পিয়নস ট্রফি। রোহিত-কোহলিরা পাকিস্তান যাবে কিনা সিদ্ধান্ত নেবে ভারত সরকার। পাকিস্তানে খেলতে ভারতের বড্ড আপত্তি। দু’বোর্ডের সম্পর্কের বরফ গলবে কি করে? ভারতের মাটিতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলেছে বাবর-রিজওয়ানরা। আগামী বছর চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান। আইসিসির কাছে পাঠানো হয়েছে সূচি, টিম ইন্ডিয়া কোন ভেন্যুতে খেলবে সেটাও জানিয়েছে পিসিবি।

চির বৈরী ভারত-পাকিস্তান, তাই সবকিছু সহজে সমাধান হবে তা কি করে হয়? শেষ এশিয়া কাপ খেলতে পাকিস্তান যায়নি রোহিত, কোহলিরা। টুর্নামেন্টের জন্য হাইব্রিড মডেল বেছে নিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবার প্রভাবশালী বিসিসিআইয়ের চাপে আইসিসি।

৮ দলের অংশগ্রহণে ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা চ্যাম্পিয়নস ট্রফি। হাতে পর্যাপ্ত সময় থাকলেও পিসিবিকে দোটানায় রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দেশটির অনেক রাজনৈতিক নেতার পাকিস্তানে ক্রিকেট খেলার বিরোধিতা দীর্ঘদিনের। আইসিসির কাছে পাঠানো খসড়া সূচিতে গ্রুপ পর্বে ভারত ম্যাচের ভেন্যু লাহোর। টিম ইন্ডিয়ার কড়া নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে পাক ক্রিকেট বোর্ড। অথচ ওসবে থোড়াই কেয়ার। রোহিত শর্মার দল পাকিস্তানে খেলবে কিনা সে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানান, চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে আলোচনা হয়নি। পাকিস্তানের ভ্রমণ করার সম্ভাবনা কম। ভারত দলের পাকিস্তান সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে গড়াতে পারে চ্যাম্পিয়নস ট্রফি। নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাইবে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কায় আইসিসির পরবর্তী বোর্ড মিটিংয়ে এ ইস্যু নিয়ে আলোচনার সম্ভাবনা বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *