সেমিফাইনালের বিতর্কিত পেনাল্টি নিয়ে মুখ খুললেন কেইন

চলমান ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। ম্যাচটিতে ২-১ গোলের জয় দিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে ‘থ্রি লায়ন’রা। এই ম্যাচের হ্যারি কেইনের শট ঠেকাতে গিয়ে তাকে ফাউল করে বসেন নেদারল্যান্ডসের ডেনজিল ডামফ্রিস। পরবর্তীতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর) প্রযুক্তির মাধ্যমে তা যাচাই করে পেনাল্টির সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি। তার এমন সিদ্ধান্তে চলছে সমালোচনা ঝড়।

রেফারির এমন সিদ্ধান্ত নিয়ে খুশি নন খোদ সাবেক ইংলিশ ডিফেন্ডার গ্যারি নেভিল। তিনি মনে করছেন, এটা পেনাল্টি নয়। আইটিভিকে তিনি বলেছেন, ‘ডিফেন্ডার হিসেবে মনে করি, এটা লজ্জার। সহজাতভাবেই শট ঠেকানোর চেষ্টা করা হবে, এটা পেনাল্টি নয়। পেনাল্টি হওয়ার ধারেকাছেও ছিল না। আমরা সবাই পাগল হয়ে যাচ্ছি, আমরা জানি না, পেনাল্টি কী। সত্যি বলতে এটা পেনাল্টি নয়। আমার মনে হয় বক্সে এমন শট ঠেকানোর লাইসেন্স আছে।’

ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় ডাচরা। তবে ১৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফিরে ইংলিশরা। ইংল্যান্ডের ফরোয়ার্ড ইয়ান রাইট বলছেন পেনাল্টি নিয়ে যত বিতর্কই থাকুক, এই পেনাল্টিতেই সমতায় ফিরেছে ইংল্যান্ড। তিনি বলেন, ‘এখন যেভাবে পেনাল্টি দেয়া হয়ে থাকে, সেদিক থেকে দেখলে এটা লাগামহীন (ফাউল) ছিল। এ কারণেই পেনাল্টি দেয়া হয়েছে। মাঠের অন্য যেকোনো জায়গাতেও এটা ফাউলই।’

আইটিভিকে কেইন বলেছেন, ‘আমার পা ঝুলে ছিল, অবশ্যই সে আমাকে ধরেছে। মাঝেমধ্যে আপনি এগুলো পাবেন, মাঝেমধ্যে পাবেন না। সুযোগ পেয়ে অবদান রাখতে পেরে ও বল জালে জড়াতে পেরে আমি খুশি। আসলেই চমৎকার এক অনুভূতি।’ শেষ পর্যন্ত কেইনের ইংল্যান্ড ম্যাচটি জেতে ২-১ গোলে। তাতে প্রথমবারের মতো নিজ দেশের বাইরে আয়োজিত কোনো বড় টুর্নামেন্টে ফাইনালের টিকিট পায় ইংল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *